নাফাখুম জলপ্রপাত (Nafakhum Waterfall) বান্দরবান জেলার থানচি উপজেলার গহীনে রেমাক্রি ইউনিয়নে অবস্থিত। একে বাংলার নায়াগ্রাও বলা হয় কারণ পানি প্রবাহের পরিমানের দিক থেকে নাফাখুম বাংলাদেশের অন্যতম বড় জলপ্রপাত। নাফাখুম দেখতে থানচি বাজার থেকে সাঙ্গু নদী পথে ইঞ্জিন চালিত নৌকা বা বোটে করে রেমাক্রি যেতে হয়। রেমাক্রীতে রয়েছে মারমা বসতি, মারমা ভাষায় খুম মানে জলপ্রপাত। রেমাক্রী থেকে প্রায় তিন ঘণ্টা পায়ে হাটার পর দেখা মিলে প্রকৃতির এই অনিন্দ্য রহস্যের। রেমাক্রী খালের পানি নাফাখুমে এসে বাক খেয়ে প্রায় ২৫-৩০ ফুট নিচের দিকে নেমে গিয়ে প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়েছে চমৎকার এই জলপ্রপাতের। আপনি যদি এডভেঞ্চার প্রেমি কিংবা বান্দারবান ট্র্যাকিং করার ইচ্ছে থাকে তাহলে ঘুরে আসতে পারেন প্রকৃতির অনিন্দ্য সুন্দর নাফাখুম থেকে।